সাতক্ষীরায় স্বাস্থ্য কর্মকর্তাসহ নতুন ১৮ জনের কোভিড শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

সাতক্ষীরায় নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান। সংক্রমিত লোকজনের মধ্যে ১৪ জন পুরুষ, ৪ জন নারী রয়েছেন। শনিবার তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, নতুন করে করোনা ‘পজিটিভ’ ১৮ জনের মধ্যে সাতক্ষীরা সদরের ৮ জন, কালীগঞ্জের ৮ জন, তালার একজন ও কলারোয়ার একজন। এ নিয়ে জেলায় মোট ৭৩৬ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৫১ জন; এ পর্যন্ত মারা গেছেন ২২ জন।

করোনায় সংক্রমিত হিসেবে নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলেও জানান কর্মকর্তা জয়ন্ত সরকার।