কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজার কয়েদির মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তাঁর অ্যাজমা ছিল। আজ সোমবার ভোররাতে কারা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া কয়েদির নাম মো. হানিফ (৭০)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার মাঝেরচর এলাকার রহিম উদ্দিনের ছেলে।

মো. হানিফ এক হত্যা মামলায় ৩০ বছরের যাবজ্জীবন দণ্ড পেয়েছিলেন। এর মধ্যে প্রায় ২৮ বছর সাজা খেটেছেন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অ্যাজমায় অসুস্থ হয়ে কারা হাসপাতালে ভর্তি ছিলেন হানিফ। গতকাল রোববার রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হানিফকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, হানিফের বিরুদ্ধে নরসিংদীর শিবপুর থানায় হত্যা মামলা (নম্বর ০৪ (১০) ৮৯ ধারা ৩০২) ছিল। ওই মামলায় ১৯৯২ সালে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর ১৯৯৩ সাল থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। পরে ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ পাঠানো হয়। এ কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৫০৪১।