যশোরে 'গোলাগুলিতে' একজন নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে মনিরুজ্জামান ওরফে মনির (৩৮) নামের একজন গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের মনিরুজ্জামানের লাশ আজ সোমাবার সকালে কেশবপুর-ত্রিমোহিনী সড়কের পাশে দোরমুটিয়া গ্রামের একটি ইটভাটার পাশে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মনিরুজ্জামানের ফুফাত ভাই আকসাদ আলী বলেন, রাতে ইটভাটার দিকে গুলির শব্দ শুনেছেন। সকালে সেখানে গিয়ে তিনি মামাত ভাইয়ের লাশ দেখেন। মনির কীভাবে নিহত হলেন বা কারা তাঁকে গুলি করলেন, তা তিনিসহ পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গতকাল দিবাগত রাত পৌনে চারটার দিকে গোলাগুলি হয়। সেখানে মনিরের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। লাশের পাশ থেকে একটি শার্টারগান, দুটি গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। মনিরের বিরুদ্ধে থানায় ১৫টি মাদক মামলা আছে।