সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা বৃহস্পতিবার

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালনা ও কোর্টের বার্ষিক অবকাশকালীন ছুটি কমানোসহ চার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এ দিকে প্রায় চার মাস পর অধস্তন আদালতে স্বাস্থ্যবিধি মেনে কাল বুধবার থেকে আগের নিয়মেই শারীরিক উপস্থিতিতে বিচারকার্যক্রম শুরু হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে গত ২৬ মার্চ থেকে আদালতেও ছুটি শুরু হয়। গত ১১ মে থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে অধস্তন আদালতে দেওয়ানি মামলা ও আপিল দায়ের এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির আত্মসমর্পনের সুযোগ তৈরি হয়।