কলেজশিক্ষক আমিনুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কলেজশিক্ষক আমিনুল ইসলাম তালুকদারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখা। টাঙ্গাইল শহরের শহীদ মিনার, ৪ আগস্ট। ছবি: প্রথম আলো
কলেজশিক্ষক আমিনুল ইসলাম তালুকদারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখা। টাঙ্গাইল শহরের শহীদ মিনার, ৪ আগস্ট। ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কলেজশিক্ষক আমিনুল ইসলাম তালুকদার ওরফে নিক্সনের হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামিম আল মামুন, সহসভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি আজাহার আলী মিয়া, সাধারণ সম্পাদক এস এম আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় সেন, কালিহাতী শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার প্রমুখ।

আমিনুল ইসলাম টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গত শুক্রবার ঈদের আগের দিন বিকেলে ধনবাড়ী থেকে আজগড়া গ্রামের বাড়িতে যান আমিনুল। সন্ধ্যায় আজগড়া মোড়ে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে ধনবাড়ী ফিরছিলেন তিনি। এ সময় আজগড়া খালের সেতুর কাছে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আমিনুলের ছোট ভাই আবদুল্লাহ আল মামুন তালুকদার বাদী হয়ে ধনবাড়ী থানায় গতকাল সোমবার হত্যা মামলা করেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।