অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ হলো

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণির এক ছাত্রী বিয়ে থেকে রক্ষা পেল। আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মেয়েটির বিয়ের আয়োজন করা হয়। কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কনে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বর সদর উপজেলার বাসিন্দা। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলছিল বিয়ের আয়োজন। বিয়েবাড়িতে আসা আত্মীয়স্বজনের খাওয়াদাওয়া চলছিল। বর তখনো আসেননি। ওই সময় সেখানে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে মাঝপথ থেকে ফেরত যায় বরপক্ষ।

আজ বিকেলে মুঠোফোনে সুবীর কুমার দাশ প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহবিরোধী অভিযান অব্যাহত থাকবে। রায়গঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।