মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে তরুণ

বগুড়ার শেরপুর পৌর শহরে বাসের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী তরুণ। বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে মোটরসাইকেল চালানোর সময় ওই তরুণ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়েন।

গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শেরপুর পৌর শহরে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 নিহত মোটরসাইকেল আরোহীর নাম দীলিপ কুমার রায় (২৫)। তিনি সিরাজগঞ্জে 'উদ্দীপন' নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গাঁড়াই বক্সিগ্রামে। তাঁর বাবার নাম তারাপদ রায়।

 ওই তরুণের পরিবারের লোকজন সংবাদ পেয়ে গতকাল দিবাগত রাত সাড়ে তিনটায় এসে লাশ শনাক্ত করেন। পরে বগুড়ার শেরপুরের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

 স্থানীয় প্রত্যক্ষদর্শীর সূত্রে শেরপুরের হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। মহাসড়ক ছিল একটু পিচ্ছিল। হঠাৎ দীলিপ কুমার রায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।