রাজশাহী বিভাগে কোভিড শনাক্তের সংখ্যা ১৪ হাজার ছাড়াল

রাজশাহী বিভাগে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। শুক্রবার নতুন ৩১৪ জন শনাক্ত হওয়ায় বিভাগের আট জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৪। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ১৮০ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। এ ছাড়া রাজশাহীতে ৩ হাজার ৫৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫১৯, নওগাঁয় ৯৯০, নাটোরে ৬২৮, জয়পুরহাটে ৮০৫, সিরাজগঞ্জে ১ হাজার ৫৬৯ ও পাবনায় ৮৭১ জন রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার শনাক্ত ৩১৪ জনের মধ্যে ৮৬ জনের বাড়ি বগুড়ায়। এ ছাড়া রাজশাহী জেলার ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৩০ জন, নাটোরের ৮৪ জন, জয়পুরহাটের ২৩ জন, সিরাজগঞ্জের ৩০ জন এবং পাবনা জেলার ১৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

শুক্রবার ২৪ ঘণ্টায় বিভাগের বগুড়া জেলায় কোভিডে একজনের মৃত্যু হয়েছে। গোটা বিভাগে এখন মৃতের সংখ্যা ১৯০। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ৪ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জন মারা গেছেন।