ঢাকা-১৮ উপনির্বাচনে জাপা শেষ পর্যন্ত থাকবে: জিএম কাদের

জি এম কাদের। ফাইল ছবি
জি এম কাদের। ফাইল ছবি

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবে জাতীয় পার্টি (জাপা)। দলের চেয়ারম্যান জি এম কাদের এ ঘোষণা দিয়ে বলেছেন, নির্বাচনে দলীয় প্রার্থীর সঙ্গে যাঁরা কাজ করবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের ঢাকা মহানগরী উত্তরের সাতটি থানার নেতাদের সঙ্গে আজ শনিবার দুপুরে মতবিনিময় অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।

জি এম কাদের আরও বলেন, ‘ঢাকা-১৭ আসনটি ছিল আমাদের। এই আসনে হুসেইন মুহম্মদ এরশাদ বারবার নির্বাচিত হয়েছেন।’ জাপার চেয়ারম্যান ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করে বলেন, জাতির জনক কোনো দলের নয়, জাতির জনক সব দলের। তাই ১৫ আগস্ট জাতীয় পার্টির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।