সাঁতরে তীরে ওঠার সময় জোয়ারে ভেসে গেলেন তিনি

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

বঙ্গোপসাগরের তীরসংলগ্ন পানিতে ছোট জাল পুঁতে সাঁতরে তীরে ওঠার সময় জোয়ারের পানিতে ভেসে গিয়ে তলিয়ে যান মনজুর আলম (২৪) নামের এক ব্যক্তি। চার ঘণ্টা পর গতকাল শনিবার রাত আটটার দিকে তাঁর লাশ ভেসে ওঠে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া উত্তর ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে হাজীর পাড়া এলাকার দইলেরো বাড়ির মোহাম্মদ ছফার ছেলে মনজুর আলম বঙ্গোপসাগরের তীরসংলগ্ন এলাকায় একটি জাল পুঁতে দেন। এরপর ছোট ডিঙিটি জালের পাশে বেঁধে রেখে সাঁতরে তীরে উঠতে গেলে জোয়ারের পানিতে ভেসে যান তিনি। চার ঘণ্টা পর তাঁর লাশ ঘটনাস্থলের পাশে ভেসে উঠলে লোকজন সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মনজুরের প্রতিবেশী মোরশেদ বলেন, মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন মনজুর। আর মাছ ধরতে গিয়েই তাঁর মৃত্যু হলো।

জানতে চাইলে রায়পুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুজ্জামান বলেন, সাঁতরে তীরে ওঠার সময় ভেসে গিয়ে নিখোঁজ হন মনজুর। পরে রাত আটটার সময় লাশটি উদ্ধার হয়।