রাজবাড়ীতে করোনায় বিএমএ নেতার মৃত্যু

গোলাম মোস্তফা
গোলাম মোস্তফা

রাজবাড়ীতে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক গোলাম মোস্তফা (৭৮) করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি রাজবাড়ী শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকায়। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক ফোরাম (স্বাচিপ) রাজবাড়ী জেলা শাখার সভাপতি ছিলেন।

গোলাম মোস্তফার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কিছুদিন ধরে জ্বর-সর্দিসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার বিকেলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার রাত আটটার দিকে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার সকাল ১০টায় গোলাম মোস্তফাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। তারপর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজবাড়ীর সিভিল সার্জন নুরুল ইসলাম বলেন, সর্বজনশ্রদ্ধেয় চিকিৎসক গোলাম মোস্তফা কোভিড-১৯–এ আক্রান্তসহ নানা জটিলতায় ভুগছিলেন। তাঁকে নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত ১৪ জন মারা গেছেন।