বঙ্গবন্ধুর তিনটি বইয়ের ওপর পাঠ কার্যক্রমের উদ্বোধন

জাতীয় গ্রন্থকেন্দ্রের সভাকক্ষে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শিরোনামে চার মাসব্যাপী পাঠ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গুলিস্তান, ঢাকা, ৯ আগস্ট। ছবি: সংগৃহীত
জাতীয় গ্রন্থকেন্দ্রের সভাকক্ষে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শিরোনামে চার মাসব্যাপী পাঠ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গুলিস্তান, ঢাকা, ৯ আগস্ট। ছবি: সংগৃহীত

উদ্বোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি বইয়ের ওপর চার মাসব্যাপী পাঠ কার্যক্রমের। রোববার সকালে রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় গ্রন্থকেন্দ্রের সভাকক্ষে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শিরোনামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে ঢাকার ১০টি বেসরকারি গ্রন্থাগারের সহযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এটি শুরু হচ্ছে। মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস দিবস উপলক্ষে এ কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্র। বই তিনটি হলো, 'অসমাপ্ত আত্মজীবনী', 'কারাগারের রোজনামচা', ও 'আমার দেখা নয়াচীন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি বলেন, পর্যায়ক্রমে এ পাঠ কার্যক্রম সরকারি অনুদানপ্রাপ্ত ৮০০টি গ্রন্থাগারের সহযোগিতায় সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো. আব্দুল মান্নান ইলিয়াস ও অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) সাবিহা পারভীন। বেসরকারি গ্রন্থাগারগুলোর পক্ষ হতে অভিব্যক্তি প্রকাশ করেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ ও সীমান্ত পাঠাগারের প্রতিনিধি মানজারুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।

পাঠ কার্যক্রমে অংশ নেওয়া ১০টি লাইব্রেরি হলো, সীমান্ত গ্রন্থাগার, গ্রন্থবিতান, দনিয়া পাঠাগার, অনির্বাণ পাঠাগার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার, বুকল্যান্ড লাইব্রেরি, শহীদ রুমি স্মৃতি পাঠাগার, সৃষ্টি পাঠোদ্যান, শহীদ বাকী স্মৃতি পাঠাগার, তাহমিনা ইকবাল পাবলিক লাইব্রেরি।