নারায়ণগঞ্জে পোশাককর্মীকে গণধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে (২৩) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার যুবকের নাম উল্লেখ করে আজ সোমবার রাতে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৮ আগস্ট রাতে নিজের কর্মস্থল রূপগঞ্জ থেকে আড়াইহাজার ফেরার পথে চার যুবক পথ অবরোধ করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন ওই পোশাকশ্রমিককে। এ প্রস্তাবে অস্বীকৃতি জানালে ওই নারীকে দেশীয় অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন চার যুবক। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।

ধর্ষণের শিকার ওই নারীর স্বামী জানান, গত শনিবার রাতে ধর্ষণের ঘটনা ঘটলেও লোকলজ্জার ভয়ে তাঁর স্ত্রী ঘটনাটি প্রকাশ করতে চাননি। পরবর্তী সময়ে প্রতিবেশীদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে ধর্ষকদের পরিচয় জানার পর তাঁরা মামলা করার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আজ রাত নয়টায় একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছি।’