নাজিরপুরে সীমানাপ্রাচীরের নিচে চাপা পড়ে জেলের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের নিচে চাপা পড়ে মো. জাবুল মোল্লা (৪০) নামের এক জেলে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাবুল মোল্লা উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে জাবুল মোল্লা উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মাছ ধরার জন্য যান। এরপর তিনি বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পাশে দাঁড়িয়ে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বিদ্যালয়ের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর ভেঙে জাবুল মোল্লার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের নিচে চাপা পড়ে জাবুল মোল্লার মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।