কক্সবাজার সৈকতে এবার ভেসে আসছে শামুক-ঝিনুক

ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে এবার ভেসে আসছে বিপুল শামুক-ঝিনুক। স্থানীয় লোকজন এসব শামুক-ঝিনুক সংগ্রহ করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। কী কারণে শামুক–ঝিনুকের মৃত্যু হচ্ছে, তা খতিয়ে দেখছে পরিবেশ অধিদপ্তর।

এর আগে গত জুলাই মাসে সৈকতে ভেসে এসেছিল বিপুল প্লাস্টিক বর্জ্য, মাছ ধরার জাল। এ সময় জালে আটকা পড়ে মারা যায় অর্ধশতাধিক মা কচ্ছপ। জাল থেকে উদ্ধার করে সমুদ্রে ছাড়া হয় আরও অন্তত ১৫৫টি কচ্ছপ।

গত বুধ ও বৃহস্পতিবার সৈকতে গিয়ে দেখা গেছে, বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল। জোয়ারের ধাক্কায় ভেসে আসছে শামুক-ঝিনুক।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, এখন সৈকতে যেসব শামুক-ঝিনুক ভেসে আসছে, সবই মরা। সমুদ্রের কোরাল (প্রবাল-শৈবাল) এলাকায় থাকে শামুক–ঝিনুক। সেখান থেকে ছিটকে উপকূলে ভেসে আসছে। শামুক–ঝিনুক সারা বছর কমবেশি ভেসে আসে। তবে এখন কেন আসছে, সমুদ্রদূষণ হচ্ছে কি না, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, গত বুধবার উখিয়া সৈকতের পাটোয়ারটেক এলাকা থেকে ৩০ মেট্রিক টনের বেশি শামুক-ঝিনুক জব্দ করা হয়েছে।