করোনায় কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের মা সমাজসেবী শামসুন্নাহার (৬৫) কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

৯ আগস্ট শামসুন্নাহারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়। তাঁর অবস্থার অবনতি হলে গতকাল বেলা দেড়টার দিকে তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, গতকাল মুমূর্ষু অবস্থায় শামসুন্নাহারকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন।