খুলনায় হাসপাতালে ৩ কোভিড রোগীর মৃত্যু

খুলনা নগরের নূরনগর এলাকায় করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে গতকাল শুক্রবার রাতে কোভিড–১৯–এ আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়কারী শেখ ফরিদ উদ্দীন আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, যশোরের তাইজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে ১২ আগস্ট এই হাসপাতালে ভর্তি হন। গতকাল রাত ১২টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। খুলনা নগরের বয়রার তকদির আহাম্মেদের ছেলে হাবিবুর রহমান (৫৫) আক্রান্ত হয়ে ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন। গতকাল দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। যশোরের শার্শা উপজেলার মৃত আবদুল মাজেদের ছেলে আতিয়ার রহমান (৮০) আক্রান্ত হয়ে ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন এবং গতকাল দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মারা যান।

এ নিয়ে করোনাভাইরাসে খুলনায় মোট ৭৫ জন মারা গেছেন।