ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের করোনা শনাক্ত

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি এখনো সুস্থ আছেন। এর আগে ৪ আগস্ট ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার কামরুল হাসান।
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এর আগে ৪ আগস্ট ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার কামরুল হাসান গত শুক্রবার নমুনা দেন। গতকাল শনিবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, বিভাগীয় কমিশনার কামরুল হাসান এখনো সুস্থ আছেন। এ ছাড়া ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানও সুস্থ আছেন। আগামীকাল সোমবার তিনি আবারও পরীক্ষার জন্য নমুনা দেবেন।