খুলনা বিভাগে করোনা শনাক্ত ১৬ হাজার ছাড়াল

খুলনা বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ১৯৯ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১৭। সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ৫০ জন, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ১৬, যশোরে ৮, ঝিনাইদহে ১৬, কুষ্টিয়ায় ৭২, মাগুরায় ১২, মেহেরপুরে ৭, নড়াইলে ৩ ও সাতক্ষীরায় ১৩ জন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এ নিয়ে করোনায় বিভাগে মোট ২৭২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৭৩ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, খুলনা বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত ১৬ হাজার ১৭ জনের মধ্যে ৫ হাজার ১২৯ জনই খুলনা জেলার। এ ছাড়া বাগেরহাটের ৭৮৯ জন, চুয়াডাঙ্গার ১ হাজার ১৩, যশোরের ২ হাজার ৪২১, ঝিনাইদহের ১ হাজার ৩৫৫, কুষ্টিয়ার ২ হাজার ৩৩৯, মাগুরার ৬৮১, মেহেরপুরের ৩৬০, নড়াইলের ১ হাজার ২৬ ও সাতক্ষীরার ৯০৪ জন রয়েছেন। বিভাগের মধ্যে করোনায় সবচেয়ে বেশি, অর্থাৎ ৭৫ জন মারা গেছেন খুলনা জেলায়। আর কুষ্টিয়ায় ৪৮ জন, যশোরে ৩৩, সাতক্ষীরায় ২৬, ঝিনাইদহে ২২, বাগেরহাটে ১৭, চুয়াডাঙ্গায় ২০, নড়াইলে ১৩, মাগুরায় ১০ ও মেহেরপুরে ৮ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন।