কুমিল্লার কোভিড হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু

কুমিল্লার কোভিড হাসপাতালে আজ মঙ্গলবার মারা গেছেন ছয়জন। এ নিয়ে এই হাসপাতালে ৭৫ দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬৭ জনে।

কুমিল্লার কোভিড হাসপাতালে আজ মঙ্গলবার মারা গেছেন ছয়জন। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে এই হাসপাতালে ৭৫ দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬৭ জনে।

গত ৩ জুলাই এই হাসপাতাল চালু হয়। ২৭ জুলাই ছাড়া প্রতিদিনই কেউ না কেউ এই হাসপাতালে মারা গেছেন।
মো. মুজিবুর রহমান, পরিচালক, কুমিল্লা কোভিড হাসপাতাল

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ সকাল সাড়ে ছয়টায় মারা যান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এক ব্যক্তি। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় কুমিল্লার লালমাই উপজেলার ৭৩ বছরের এক ব্যক্তি, রাত ১২টা ৫৫ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৬২ বছরের এক ব্যক্তি এবং রাত একটায় কুমিল্লার লালমাই উপজেলার ৭৫ বছরের এক ব্যক্তি মারা যান।

এদিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গতকাল সন্ধ্যা সাতটায় কুমিল্লা নগরের ৬০ বছরের এক নারী এবং করোনা ওয়ার্ডে গতকাল রাত ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার এক নারী মারা গেছেন।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, গত দুই দিনে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেলেন। গত ৩ জুলাই এই হাসপাতাল চালু হয়। ২৭ জুলাই ছাড়া প্রতিদিনই কেউ না কেউ এই হাসপাতালে মারা গেছেন। গড়ে প্রতিদিনই পাঁচজনের মতো মারা যাচ্ছেন।