যুক্তরাষ্ট্রে গুলিতে পরিচালক এম বি মানিক নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক ও অভিকথাচিত্রের মালিক এম বি মানিক নিহত হয়েছেন৷ তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন৷

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার স্থানীয় সময় বিকেল তিনটায় একদল চাঁদাবাজ এম বি মানিকের নিউইয়র্কের দোকানে এসে চাঁদা দাবি করে৷ তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গুলি চালায়৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়৷ � X����� (� ��ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে দেখতে যান৷ দ্রুত আরোগ্য লাভে দেশবাসীর দোয়া চেয়েছেন কাজী জাফর আহমদ৷ �ম-����� (� ্রহণ করা হবে৷ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, ট্রেজারার এম মিজানুর রহমান, ডিন এস এম মাহাবুব উল হক মজুমদার ও এম গোলাম রহমান, রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক এবং পরিচালক মমিনুল হক মজুমদার, মোহাম্মদ ইমরান হোসেন ও সৈয়দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন৷ সিরডাপের পক্ষে উপস্থিত ছিলেন বাসন্তী রাজেন্দ্রান, হোসাইন শাহবাজ, এম মাহাবুব আলম ও নাসিম আল-রশিদ৷ বিজ্ঞপ্তি৷