নটর ডেম কলেজে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি

চলতি শিক্ষাবর্ষে বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার তিনটি অনুচ্ছেদের কার্যক্রম রাজধানীর নটর ডেম কলেজের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট৷ বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ গতকাল বুধবার এই আদেশ দেন৷

আদেশের পর আবেদনকারীর আইনজীবী মইন গণি প্রথম আলোকে বলেন, এই আদেশের ফলে নটর ডেম কলেজ এখন নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে পারবে৷

১৮ মে শিক্ষা মন্ত্রণালয় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করে৷ নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না৷ শিক্ষার্থীর এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে৷ তবে নীতিমালার প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি, অনলাইনে ভর্তি এবং নীতিমালার প্রবর্তন ও প্রয়োগ—এ তিনটি অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও গতকাল রিট করেন৷

রুলে নটর ডেম কলেজের ক্ষেত্রে ওই তিনটি অনুচ্ছেদ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে৷