ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন ড. গোলাম রহমান

মো. গোলাম রহমান
মো. গোলাম রহমান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. গোলাম রহমান। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
গোলাম রহমান ১৯৭৭ সালে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পাপুয়া নিউগিনি ইউনিভার্সিটি অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ বিভাগের প্রধান হিসেবে ২০০৮-১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন অধ্যাপক গোলাম রহমান। তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটিতে সিনিয়র ফুল ব্রাইট স্কলার হিসেবে পোস্ট ডক্টরাল গবেষণাকর্ম সম্পাদন করেন।
গোলাম রহমান ১৯৮৬ সালে ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে পিএইচডি অর্জন করেন। তাঁর ৬০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ২০০১ সালে ইউনিভার্সেল পিস ফেডারেশনের (নিউইয়র্ক) অ্যাম্বাসেডর ফর পিস খেতাবেও ভূষিত হন। বিজ্ঞপ্তি।