শচীন্দ্র কলেজ সরকারি করার দাবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শচীন্দ্র ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শচীন্দ্র কলেজের সামনে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার, কলেজ ব্যবস্থাপনা কমিটির দাতাসদস্য শরীফ উল্লাহ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
শচীন্দ্র লাল সরকার বলেন, জাতীয়করণের যতটুকু যোগ্যতা বা পরিবেশ থাকা প্রয়োজন, তার সবটুকুই আছে শচীন্দ্র ডিগ্রি কলেজের। এ ছাড়া কলেজের শিক্ষার্থীরা প্রতিবছর এইচএসসি ও স্নাতক (সম্মান) পরীক্ষায় ভালো ফল করে আসছেন। জেলার দ্বিতীয় বৃহত্তম এই কলেজ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে থাকলেও সরকারীকরণ না হওয়ায় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
বানিয়াচং উপজেলায় ১৯৯৮ সালে শচীন্দ্র কলেজ প্রতিষ্ঠিত হয়। হবিগঞ্জ শহরের ব্যবসায়ী শচীন্দ্র লাল সরকার ১০ একর জায়গার ওপর এই কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই কলেজে ২ হাজার ৬০০ শিক্ষার্থী আছেন। ২০১৩ সাল থেকে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়েছে কলেজটিতে।