ঢাকায় যানজটে ক্ষতি ২৩ হাজার কোটি টাকা

যানজটের কারণে রাজধানীতে প্রতিবছর বাণিজ্যিক ক্ষতি হচ্ছে ২৩ হাজার কোটি টাকা। একই কারণে প্রতিদিন নগরবাসীর ৩২ লাখ কমর্ঘণ্টা নষ্ট হচ্ছে। ঢাকার যানজট থেকে উত্তরণের উপায় নিয়ে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গোলটেবিল আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হক এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এ হিসাব ২০১০-১১ অর্থবছরের। এরপর গত পাঁচ বছরে যানজট যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আর্থিক ক্ষতিও।
সকালে বনানীর হোটেল সারিনায় যানজট নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরাও আটকা পড়েছিলেন যানজটে। সে কারণে নির্ধারিত সময়ের বেশ কিছু পরে অনুষ্ঠান শুরু হয়। আলোচনাতে এসেও বেশির ভাগ বক্তা বলেছেন, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে নাভিশ্বাস উঠছে নগরবাসীর। যানজট নিরসনে আলোচনা হচ্ছে বিস্তর, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে তারপরও যানজট কমছে না।
গতকালের আলোচনায় চারটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে ঢাকার যানজটের কারণ, উত্তরণের উপায়, ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় উঠে আসে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হক তাঁর তথ্যচিত্রে বলেন, বর্তমানে ঢাকায় চলাচলকারী মানুষের মাত্র ৬ শতাংশ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। অথচ এই গাড়িগুলো সড়কের ৮০ শতাংশ জায়গা ব্যবহার করে। অন্যদিকে ঢাকার ৭৫ শতাংশ মানুষ চলাচল করে বাসে, যা মোট সড়কের ২০ ভাগেরও কম জায়গা ব্যবহার করে।
তথ্যচিত্রের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার গোলাম ফারুক বলেন, অপরিকল্পিত রাস্তা নির্মাণ, রাস্তা ভাঙা, উন্নয়নকাজে রাস্তা বন্ধ থাকা, বিপরীত দিক থেকে আসা গাড়ির কারণে যানজট কমছে না। ভিআইপি সড়কে মেট্রোরেল নির্মাণের কাজ শুরু হলে পুরো ঢাকা অচল হয়ে যাবে।
ঢাকা শহরের বর্তমান অবস্থাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা রোগীর সঙ্গে তুলনা করেন ডিএনসিসির মেয়র আনিসুল হক। তিনি বলেন, ‘হাসপাতালের আইসিইউতে থাকা ঢাকার ডাক্তার হচ্ছেন মেয়র, যিনি কখনো ডাক্তারি পড়েননি। সবাই বলেন, ফুটপাত থেকে হকার তুলে দেন, রাস্তা দখলমুক্ত করেন। কিন্তু এটা তত সহজ নয়। তাঁরা টাকা দিয়ে বসেছেন। শক্ত শক্ত হাত এর পেছনে আছে।’
দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আলোচনা আমরা প্রায়ই করি। এখন অ্যাকশন দেখতে চাই। কিছু কাজ দেখতে চাই। যানজট নিরসনের দায়িত্ব ডিএমপির ট্রাফিক বিভাগের হলেও সিটি করপোরেশন তাতে নেতৃত্ব দিতে চায়, ভূমিকা রাখতে চায়।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, মেট্রোরেল হলেও তার ভাড়া সাধারণ নাগরিকদের নাগালের বাইরে চলে যাবে।
সভায় প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র আনিসুল হককে উদ্দেশ করে বলেন, ‘এক ঝুড়িতে এত ডিম রেখে এগোতে পারবেন না। আগে ছোট পরিকল্পনা নেন, তারপর বাস্তবায়ন করেন। আগে ঢাকার রাস্তা দখলমুক্ত করেন। নিবন্ধনবিহীন লাখ লাখ রিকশা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।