নাঙ্গলকোটে থামবে প্রভাতী ও গোধূলী ট্রেন

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশনে থামবে মহানগর প্রভাতী ও গোধূলী ট্রেন। ট্রেন দুটি চট্টগ্রাম-ঢাকা পথে চলাচল করে। ১০ নভেম্বর থেকে ট্রেন দুটি ওই স্টেশনে থামবে। এর মাধ্যমে নাঙ্গলকোটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।
বর্তমান সরকারের আমলে এর আগে চট্টগ্রাম থেকে সিলেটগামী মহানগর পাহাড়িকা ও উদয়ন ট্রেন দুটিতে ওই স্টেশন থেকে যাত্রী ওঠানামা শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ নভেম্বর থেকে মহানগর প্রভাতী ও গোধূলী ট্রেন নাঙ্গলকোট রেলস্টেশনে যাত্রাবিরতি করবে। ট্রেনগুলো দুই মিনিট ওই স্টেশনে থামবে।মহানগর প্রভাতী সকাল নয়টা ১২ মিনিটে এবং মহানগর গোধূলীরাত সাড়ে আটটায় ওই স্টেশনে থামবে। নাঙ্গলকোট স্টেশনের যাত্রীদের জন্য ১০টি টিকিট বরাদ্দ রয়েছে।
নাঙ্গলকোট-সংলগ্ন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ রেলমন্ত্রী মুজিবুল হককে সম্প্রতি নাঙ্গলকোট রেলস্টেশনে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে তিনি মহানগর ট্রেনের যাত্রাবিরতির নির্দেশ দেন।