সৌন্দর্য হারাচ্ছে ধানমন্ডি লেক

বুক ভরে নিশ্বাস নেওয়ার মতো জায়গাগুলোর একটি ধানমন্ডি লেক এলাকা। গাছ ও জলের এমন মেলবন্ধন রাজধানীতে কমই চোখে পড়ে। কিন্তু অযত্ন, অবহেলা ও অসচেতনতার কারণে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে লেক ও লেক-সংলগ্ন পার্ক। এই এলাকার বেহাল দশার চিত্র সোমবার ক্যামেরাবন্দী করেছেন আবদুস সালাম

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

লেকের মধ্যে স্থাপন করা হয়েছিল বর্গাকৃতির ভাসমান খোলা জায়গা। সেই ভাসমান অংশটি বিচ্ছিন্ন হয়ে অন্য পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

লেকের মধ্যে স্থাপন করা হয়েছিল বর্গাকৃতির ভাসমান খোলা জায়গা। সেই ভাসমান অংশটি বিচ্ছিন্ন হয়ে অন্য পাড়ে পড়ে আছে, সংযোগ সেতুটি পানির তলায়। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

লেকের পাড়ে বিশুদ্ধ পানির জন্য স্থাপিত কলে বেশির ভাগ সময় পানি থাকে না। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

 লেক-এলাকা ধূমপানমুক্ত হলেও অনেকেই সে নিষেধাজ্ঞা মানেন না। সিগারেটের পরিত্যক্ত অংশ ফেলে দেয় লেকের পানিতে।

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

 ধানমন্ডির ১২ নম্বর সড়কে লেকের পাশেই স্থাপন করা হয়েছে ভাগাড়। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।