দায়িত্ব নিলেন মেয়র ও কাউন্সিলররা

শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া ও ১২ ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুর পৌর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিদায়ী মেয়র মো. হুমায়ুন কবীরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার সচিব আ ন ম বজলুর রশীদ। এ সময় বক্তৃতা করেন নবনির্বাচিত মেয়র, বিদায়ী মেয়র হুমায়ুন কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র গোলাম কিবরিয়া বলেন, বর্তমান পৌর পরিষদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আগামী জুন মাসের মধ্যে পৌনে দুই কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন খাতে বছরে দিতে হয় প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু পৌরসভার বার্ষিক কর আদায়ের পরিমাণ মাত্র এক কোটি টাকা। তাই নগর পরিচালন ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে (ইউজিআইআইপি-৩) শেরপুর পৌরসভাকে টিকিয়ে রাখতে হলে কর আদায়ের হার বাড়াতে হবে। কর আদায়ের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনায় এনে নিজ নিজ পৌর কর যথাসময়ে পরিশোধের জন্য তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান।