আহমদিয়া কেন্দ্র পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
আহমদিয়া মুসলিম জামা’ত বাংলাদেশের জাতীয় কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার বিকেলে রাজধানীর বকশীবাজার রোডের আহমদিয়া মুসলিম কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
আহমদিয়া মুসলিম জামা’তের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল চলাকালে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সমবেদনা জানান ও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি শিগগিরই পঞ্চগড়ের আহমদিয়াদের অবস্থা দেখতে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মার্কিন রাষ্ট্রদূতকে এ সময় আহমদিয়া মুসলিম জামা’ত নেতারা বলেন, ‘আহমদিয়াবিরোধী আন্দোলন মূলত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র। মৌলবাদী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এই দেশকে পুনরায় পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে দেশি-বিদেশি চক্র দেশকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত রয়েছে।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ১৯৭৪ সালে আহমদিয়াদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন জানিয়ে সম্প্রদায়টির নেতারা বলেন, ‘তার পর থেকেই পাকিস্তানের অধঃপতন শুরু হয়। টানা সাম্প্রদায়িক কোন্দলে পাকিস্তান আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। বিষয়টি থেকে বাংলাদেশের জনগণ ও রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত।’
পরিদর্শনের সময় রাষ্ট্রদূত পিটার হাস আহমদিয়া মুসলিম জামা’ত প্রকাশিত ৭৫টি ভাষায় পবিত্র কোরআনের প্রদর্শনী দেখেন। তিনি মন্তব্য খাতায় অভিমতও ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের মানবাধিকার-সংক্রান্ত কর্মকর্তা সোফিয়া মিউলেনবার্গ, সহকারী রাজনৈতিক কর্মকর্তা কামরুল এইচ খান, আহমদিয়া মুসলিম জামা’তের ন্যাশনাল আমির আবদুল আউয়াল খান চৌধুরী, নায়েব ন্যাশনাল আমির মীর মোবাশ্বের আলী প্রমুখ।