পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে: র‍্যাব মহাপরিচালক

ছবি: র‍্যাবের সৌজন্যে

পেশাদারত্ব বজায় রাখার স্বার্থে লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে র‍্যাব সদস্যদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন।

র‍্যাব ফোর্সেসের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন এ আহ্বান জানান। আজ বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মোমোরিয়াল হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন পেশাগত কাজে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ১২০ জন সদস্যকে র‍্যাবের ডিজি ব্যাজ পরিয়ে দেন। ‘সেবা ও সাহসিকতার’ স্বীকৃতি হিসেবে তাঁরা এ পদক পান। এই ব্যাজ পরিয়ে দেওয়া ছাড়াও র‍্যাব মহাপরিচালক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন ।

র‍্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে র‍্যাব গঠিত হয়েছে। তারা সবাই একসঙ্গে কাজ করছে। র‍্যাবের মূল স্লোগান ‘বাংলাদেশ আমার অহংকার’—   এই মূলমন্ত্রকে লালন করে র‍্যাব সদস্যদের সুচারুরূপে দায়িত্ব পালন করতে হবে।  মানবাধিকার রক্ষায় ও পেশাদারত্ব বজায় রাখার স্বার্থে লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে র‍্যাবকে যথার্থ দায়িত্ব পালন করতে হবে। র‍্যাবের মূল লক্ষ্য থাকবে দেশ ও মানুষের সেবা করা।  র‍্যাবের প্রতি মানুষের আস্থা আছে, সেটা যেন আরও বৃদ্ধি পায় সেভাবে কাজ করতে হবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, অভিযান পরিচালনা করতে গিয়ে র‍্যাবের মোট ৩৩ জন সদস্য আত্মত্যাগ করেছেন। যাদের কথা র‍্যাব চিরদিন স্মরণ করবে। তাদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে প্রতিবছর র‍্যাব মেমোরিয়াল ডে পালিত হচ্ছে।