ইস্পাহানি সেন্টার: চট্টগ্রামের রিটেইল ও আধুনিক নগর উন্নয়নের নতুন সংযোজন
দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ চট্টগ্রামের লালখান বাজারে গড়ে তুলেছে অত্যাধুনিক নয়তলা বাণিজ্যিক ভবন ‘ইস্পাহানি সেন্টার’। ভবনটি ইস্পাহানি গ্রুপের আধুনিক ও টেকসই নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নির্মিত, যা চট্টগ্রামের রিটেইল, ডাইনিং ও করপোরেট পরিবেশে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।
স্টেট-অব-দ্য-আর্ট নকশায় নির্মিত ইস্পাহানি সেন্টারে আধুনিক স্থাপত্যশৈলী, পর্যাপ্ত পার্কিং সুবিধা, নিরাপত্তাব্যবস্থা এবং উচ্চমানের কাঠামোগত পরিকল্পনা নিশ্চিত করা হয়েছে। ভবনের অভ্যন্তরে প্রাকৃতিক আলো প্রবাহের সুযোগ, ওপেন স্পেস এবং গ্রাহকবান্ধব নকশা এটিকে একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল স্পেসে রূপ দিয়েছে।
রিটেইল স্পেস হিসেবে ভবনের গ্রাউন্ড ফ্লোরে প্রথমবারের মতো ফ্ল্যাগশিপ শোরুম চালু করতে যাচ্ছে বিশ্বখ্যাত তিনটি ব্র্যান্ড—নাইকি, অ্যাডিডাস ও লিভাইস। এসব আউটলেট পরিচালনা করবে ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড, যারা বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর।
এ ছাড়া ভবনের ষষ্ঠ থেকে অষ্টম তলায় থাকছে আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন ‘কপার চিমনি’র প্রিমিয়াম ডাইনিং স্পেস। দ্বিতীয় থেকে পঞ্চম তলা করপোরেট অফিস কিংবা অন্যান্য ব্যবসার জন্য প্রস্তুত রাখা হয়েছে, যেখানে দেশ-বিদেশের অন্যান্য স্বনামধন্য করপোরেট অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের অফিস, রেস্টুরেন্ট বা শোরুম স্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন +৮৮০১৭১০৬৫৮৮১২ নম্বরে।
ইস্পাহানি সেন্টার শুধু একটি ভবন নয়, এটি চট্টগ্রামের নতুন ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পথে একটি সাহসী পদক্ষেপ।