র‍্যাগিংয়ের দায়ে চুয়েটে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ের অপরাধে ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক স্বাক্ষরিত পৃথক ছয়টি ‘অফিস আদেশ’-এ এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, ‘স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৫৩তম সভায় বিস্তারিত আলোচনা ও শুনানির পর ওই ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি আরোপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য (২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২ জানুয়ারি পর্যন্ত) বহিষ্কার করা হয়েছে। তবে অভিভাবকের উপস্থিতিতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলাপরিপন্থী কোনো কাজে লিপ্ত হবেন না, এই মর্মে স্বাক্ষর করে মুচলেকা দিলে এই বহিষ্কারাদেশ স্থগিত করা হবে। অন্যথায় এটি বলবৎ থাকবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছয় শিক্ষার্থীকেই এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সময় তাঁরা হলে অবস্থান করতে বা হল এলাকায় প্রবেশ করতে পারবেন না।

এর আগে ৩ জানুয়ারি পর্যবেক্ষণকারী দলের অভিযোগের ভিত্তিতে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৫২তম জরুরি সভায় ওই ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে শোকজ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ছয় শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে ২৯ জানুয়ারির মধ্যে অভিভাবকদের উপস্থিতিতে স্ট্যাম্পে শর্ত মোতাবেক স্বাক্ষর করলে একাডেমিক বহিষ্কারাদেশ স্থগিত করা হবে। তবে হল বহিষ্কারাদেশ বলবৎ থাকবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর। শিক্ষকেরা র‍্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।