সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। উইন রোজারিওর মায়ের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে আর বাবার বাড়ি পুবাইলে। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের কুইন্স এলাকায় নিজ বাসায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। এ সংক্রান্ত প্রতিবেদনটিতে আজ পাঠকের আগ্রহ দেখা গেছে। এ ছাড়া সোমালিয়ার উপকূলে ১৮ দিন ধরে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের খাবার ফুরিয়ে যাচ্ছে, এ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। নাবিকদের বরাত দিয়ে জাহাজটির মালিকপক্ষ ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে এখন নাবিকদের জন্য তীর থেকে দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা। এই সংবাদও পাঠক বেশি পড়েছে। এ ছাড়া আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

গ্রিনকার্ড ধরে দেখা হলো না বাংলাদেশি তরুণের

গ্র্যাজুয়েশনের পর উইন রোজারিও
ছবি: পরিবারের সৌজন্যে

আর দু-এক মাসের মধ্যেই উইন রোজারিও পেয়ে যেত স্বপ্নের গ্রিনকার্ড। তাঁর স্বপ্ন ছিল গ্রিনকার্ড পেলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেবেন। কিন্তু এর আগেই পুলিশের গুলিতে প্রাণ গেল উইনের। বিস্তারিত পড়ুন...

দপ্তরে বসে গুনে গুনে ঘুষ নিলেন ভূমি কার্যালয়ের সহকারী

দপ্তরে সেবা নিতে আসা এক ব্যক্তির কাছ থেকে ঘুষের ৫ হাজার টাকা গুনে নিচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী আবদুল কাদির মিয়া
ছবি: সংগৃহীত

দপ্তরে সেবা নিতে আসা এক ব্যক্তির কাছ থেকে ঘুষের পাঁচ হাজার টাকা গুনে নিচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী আবদুল কাদির মিয়া। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...

জাহান মণির মতো এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা

১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ার দস্যুরা
ছবি: সংগৃহীত

জিম্মি জাহাজটিতে থাকা নাবিকদের মাধ্যমে পাওয়া তথ্যের বরাতে নাবিকদের সংগঠনের একজন নেতা প্রথম আলোকে বলেন, খাবার নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই। কারণ, জলদস্যুরা জাহাজে দুম্বা ও ছাগল আনছে। তবে বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তা আছে। বিস্তারিত পড়ুন...

রুবেল ভাইয়ের চলে যাওয়া ভুলতে পারছি না

সুষমা সরকার
ছবি: সুষমার সৌজন্যে

প্রেক্ষাগৃহের পর এবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত ছবিটিতে ‘আসমা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন সুষমা সরকার। এই কাজসহ নানা প্রসঙ্গে গত বুধবার তাঁর সঙ্গে কথা বলল বিনোদন। বিস্তারিত পড়ুন...

‘লিটনের ওপর চাপ আসে বাইরে থেকে’

চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলনে লিটন দাস
শামসুল হক

লিটনের ওপর চাপটা বাইরে থেকে কীভাবে আসে, সেটারও একটা ব্যাখ্যা দিয়েছেন পোথাস, ‘মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ।’ বিস্তরিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন