পুলিশ কর্মকর্তা হারুন ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে আবেদন করার পর আদালত এমন নির্দেশ দিয়েছেন বলে আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি সপরিবার দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে।