সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে শিল্পীর তুলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলন করে ‘সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজ’ জাতীয় মোর্চার ঘোষণা দেওয়া হয়
ছবি: জাহিদুল

সাম্রাজ্যবাদী শক্তি সংঘবদ্ধভাবে বাংলাদেশের প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে। দেশ ও জনগণের স্বার্থ নিয়ে কোনো দেশ এগিয়ে যেতে চাইলে সব সময়ই এমন ইতিহাস তৈরি করে আসছে তারা। দেশের অভ্যন্তরীণ বিষয়ে সাম্রাজ্যবাদী শক্তির প্রবেশ রোধ করতে হলে শিল্পীসমাজকে একসঙ্গে দাঁড়াতে হবে। এ কাজে অন্যতম শক্তিশালী মাধ্যম শিল্প। আর সে শিল্পকেই এখন প্রতিরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে গঠন করা হয়েছে ‘সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজ’ জাতীয় মোর্চা।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই মোর্চার ঘোষণার সময় উঠে আসে এসব কথা। মোর্চার পক্ষ থেকে জাতীয় কমিটি ঘোষণা করে জানানো হয় মাসব্যাপী দেশের বিভিন্ন স্থানে কর্মসূচির কথা।

‘সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজ’–এর জাতীয় কমিটির সদস্যসচিব শিল্পী অধ্যাপক নিসার হোসেন বলেন, চারুশিল্পীরা সব সময়ই দেশের ক্রান্তিকালে মানুষের কল্যাণের জন্য রং-তুলি ধরেছেন। এবারও শিল্পের মধ্য দিয়ে প্রকাশ করা হবে সাম্রাজ্যবাদবিরোধী সচেতনতার কথা।

নিসার হোসেন জানান, দেশজুড়ে মোট ১১টি আয়োজন হবে। এতে মূলত ক্যানভাস চিত্রিত ম্যুরাল, পোস্টার শিল্প প্রদর্শনী, সংহতি প্রকাশ এবং গণসংগীত থাকবে।

জাতীয় কমিটির আহ্বায়ক শিল্পী অধ্যাপক ফরিদা জামান বলেন, এই কমিটি গঠন এবং শিল্পীদের উদ্যোগ মূলত দেশ রক্ষার স্বার্থে। গত কয়েক বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রং–তুলি এবং চিন্তাশক্তি শিল্পীদের শক্ত ভিত। মুক্তিযুদ্ধের সময় যেমন সবাই কিছু না ভেবে এক কাতারে দাঁড়িয়েছিল, তেমনি সাম্রাজ্যবাদবিরোধী শক্তি প্রতিহত করতে শিল্পীদের এখন এক হতে হবে।

শুক্রবার বিকেলের আয়োজনে কমিটির ১৬ জন উপদেষ্টামণ্ডলীর সদস্যের নাম ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমেরিটাস অধ্যাপক বরেণ্য শিল্পী রফিকুন নবী, শিল্পী কেরামত মাওলা, শিল্পী বীরেন সোম, শিল্পী শিশির ভট্টাচার্য।    

শুক্রবারের অনুষ্ঠানে শিল্পী নাসিম আহমেদ নাদভির বক্তব্যে উঠে আসে এই কাজে তরুণদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তার প্রসঙ্গ। শিল্পী মোহাম্মদ ইউনুস বলেন, পুঁজিবাদেরই নতুন সংস্করণ সাম্রাজ্যবাদ। আধিপত্য সব সময় দেশের ভূখণ্ড দখল করে হয় না; অপেক্ষাকৃত দুর্বল দেশের অর্থনীতি, সংস্কৃতি, ধর্মের ওপর আধিপত্য বিস্তার সাম্রাজ্যবাদের ধরন।

‘সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজ’ নিয়ে আশাবাদের কথা জানিয়ে ধন্যবাদ জানান কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিল্পী আবুল বার্‌ক্‌ আলভী। এ ছাড়া আয়োজনে বক্তব্য দেন আঞ্চলিক কমিটির সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী জাহিদ মুস্তাফা।

আগামী ১০ নভেম্বর সকালে বরিশালে শুরু হবে ‘সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজ’–এর প্রথম আয়োজন প্রতিবাদী শিল্পকর্ম আঁকা, প্রদর্শনী এবং গণসংগীত পরিবেশনা। শেষ কর্মসূচি ১৫ ডিসেম্বর ঢাকায়।