সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে আজ বৃহস্পতিবার ২৩৩ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুন মোতায়েন রয়েছে।
আজ সকালে বিজিবি সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সারা দেশে র্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ১৪২টি টহল দল। আজ সকালে র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। গতকাল বুধবার সকাল ছয়টা থেকে কাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে এবার ষষ্ঠ দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির সমমনা কয়েকটি দল-জোটও অভিন্ন কর্মসূচি পালন করছে।