সৌদি যুবরাজের সম্ভাব্য বাংলাদেশ সফরের তারিখ বলেননি রাষ্ট্রদূত: দূতাবাস

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরের প্রতিবাদ জানিয়েছে ঢাকার সৌদি দূতাবাস।
গত রোববার সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ আল দুহাইলানকে উদ্ধৃত করে খবরে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০২৩ সালে বাংলাদেশ সফরে আসতে পারেন। গত শনিবার রাতে সৌদি রাষ্ট্রদূত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এটি উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনের ব্যাপারে বিস্ময় প্রকাশ করে ঢাকার সৌদি দূতাবাস বলেছে, সম্ভাব্য ওই সফরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে রাষ্ট্রদূত কিছু বলেননি। সৌদি যুবরাজের সম্ভাব্য বাংলাদেশ সফরের সূচি কূটনৈতিক পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত হবে বলে দূতাবাস উল্লেখ করেছে।