এলজির এসি-ওয়াটার পিউরিফায়ার পাওয়া যাবে র‌্যাংগ্‌স ই-মার্টে

র‌্যাংগ্স ও এলজির মধ্যে পার্টনারশিপ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ইলেকট্রনিকস প্রস্তুতকারক কোম্পানি এলজি দেশের বিখ্যাত ইলেকট্রনিকস কোম্পানি র‌্যাংগ্‌স ই–মার্টের সঙ্গে অংশীদারত্ব করেছে। এখন থেকে এলজি ডুয়েল ইনভার্টার এসি এবং পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ার র‌্যাংগ্‌স ই-মার্টে পাওয়া যাবে।

রোববার গুলশানে র‌্যাংগ্‌সের ই–মার্টে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিকস বিডি শাখা অফিসের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস আশিকুল ইসলাম এবং এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজার শাহরিয়ার রেজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাংগ্‌স ই-মার্টের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান এবং হেড অব সেলস অ্যান্ড প্রোডাক্ট মো. রাশেদুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো বলেন, ‘এলজির সব টেকনোলজি যুগোপযোগী, র‌্যাংগ্স ই-মার্টকে আমরা সর্বদা পার্টনার ডেভেলপমেন্টের আয়ত্তে রাখব। এলজির সমস্ত প্রোডাক্ট আমরা র‌্যাংগ্‌স ই-মার্টের মাধ্যমে সামনের দিনগুলোতে কাস্টমারের কাছে পৌঁছে দেব।’

হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস আশিকুল ইসলাম এলজি ডুয়েল ইনভার্টার এসির সুবিধা তুলে ধরেন। তিনি বলেছেন, ‘৪০ শতাংশ দ্রুত শীতল করার সঙ্গে ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এলজি এসি তৈরি করা হয়েছে। তাই নিঃসন্দেহে এই গ্রীষ্মে ক্রেতার জন্য এটি হবে সেরা পছন্দ।’

গ্রাহকদের জন্য উচ্চমানের পণ্যের সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করেন র‌্যাংগ্‌স ই-মার্টের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান। তিনি বলেন, ‘প্রথমে এলজি রেফ্রিজারেটর, টেলিভিশন এবং ওয়াশিং মেশিন দিয়ে এলজির সঙ্গে আমাদের যাত্রা শুরু করি। এর ধারাবাহিকতায় এবার ডুয়েল ইনভার্টার এসি এবং পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ার উদ্বোধন করা হলো।’