রেফ্রিজারেটর মেলায় ‘কুল টকস’: ইন্ডাস্ট্রি এক্সপার্টদের পরামর্শে অনুপ্রাণিত হলো শিক্ষার্থীরা
প্রথম আলো ডটকম আয়োজিত ‘রেফ্রিজারেটর মেলা ২০২৫’-এর প্রথম দিন গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার সিরিজ ‘কুল টকস’। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সেমিনারে ছিল মোট চারটি সেশন। এর মধ্যে দুটি ছিল একক আলোচনা ও দুটি প্যানেল ডিসকাশন। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ক্যারিয়ারের সুযোগ, আগ্রহ ও উদ্ভাবনী চিন্তাবিষয়ক আলোচনায় শিক্ষার্থীদের জন্য তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক কথা বলেন দেশের করপোরেট ব্যক্তিত্বরা।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কুল টকস’-এ অংশ নেন। আয়োজনটির সহযোগিতায় ছিল এক্সিলেন্স বাংলাদেশ ও এনইউএসডিএফ বাংলাদেশ।
এক্সিলেন্স বাংলাদেশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডেন্স ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে আসছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে এনইউএসডিএফ বাংলাদেশ।
সেমিনারে ‘বাংলাদেশ’স অ্যাপ্লায়েন্স প্যারাডক্স: হোয়াই বেটার টেক অ্যান্ড বেটার সেলস’ শীর্ষক প্রথম সেশনে আলোচক হিসেবে ছিলেন ক্রসওয়াক কমিউনিকেশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) যুগ্ম সম্পাদক এম এ মারুফ।
এরপর অনুষ্ঠিত হয় ‘ক্যারিয়ার্স ইন হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রি’ শীর্ষক প্যানেল ডিসকাশন। মডারেট করেন করপোরেট ট্রেইনার গোলাম সামদানী। প্যানেলিস্ট হিসেবে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সাদ্দাত হোসেন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ইলেক্ট্রোমার্ট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহাক হোসেন।
সেমিনারের তৃতীয় সেশনে ‘এআই ইন ডেইলি লাইফ অ্যান্ড মার্কেটিং’ বিষয়ে আলোচনা করেন নগদের এআই-আর্টিস্ট অ্যান্ড লিড আবদুর রউফ।
‘কুল টকস’-এর শেষ আয়োজন ছিল ‘কুল অ্যান্ড ক্রেডিবল মার্কেটিং’বিষয়ক প্যানেল ডিসকাশন। এম এ মারুফের মডারেশনে এ সময় আলোচনা করেন আকিজ ইনফোটেক, আকিজ ব্লু পিলস ও আকিজ টেলিকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মহিউদ্দিন।
‘কুল টকস’ শুধু একটি সেমিনারই নয়, বরং একটি অভিজ্ঞতা—যেখানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা শেয়ার করেছে তাদের জ্ঞান, চিন্তা আর সম্ভাবনার সম্মিলন। সেশনের নানা পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকেরা।
এ ধরনের উদ্যোগ ও দিকনির্দেশনা প্রমাণ করে, প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে শুধু ডিগ্রি নয়; বরং আগ্রহ, উদ্ভাবনী চিন্তা ও শেখার ইচ্ছাই মূল। সেশন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডিজিটাল সনদ প্রদান করা হয়। আলোচকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইস্টার্ন ব্যাংক পিএলসির হেড অব ডিজিটাল মার্কেটিং সৈয়দ এহসানুর করিম অন্তর।
‘কুল টকস’-এর সেশনগুলো সমন্বয় ও সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন।
তিন দিনের অফলাইন রেফ্রিজারেটর মেলার আজ শেষ দিন। তবে অনলাইনে সাত দিনব্যাপী এই মেলা চলবে ২৭ মে পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।