২৭ বছর আগে স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম আবুল কালাম আজাদ। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. মুসা প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেন। আসামি পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৫ সালের ৩০ মে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরের একটি ভবনের নিচতলায় স্ত্রী কামরুন নাহার ও মেয়ে কোহিনুর আক্তারকে হত্যা করে পালিয়ে যান আবুল কালাম আজাদ। এ ঘটনায় কামরুন নাহারের বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ১৯৯৬ সালের ১৭ জুন এ মামলার একমাত্র আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।