উত্তরা পূর্ব থানা ঘিরে সংঘর্ষ

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় আন্দোলনকারীরা। পুলিশ থানার সামনে ও ভেতরে অবস্থান নিয়েছেছবি: আল–আমিন।

রাজধানীর উত্তরা পূর্ব থানার চারদিকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। পুলিশ থানার ভেতরে ও সামনে অবস্থান নিয়েছে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হচ্ছে।

সেখানে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে সাতজন আন্দোলনকারীকে আহত হতে দেখা গেছে। আন্দোলনকারীদের দাবি, থানার ভেতর থেকে ছররা গুলি করা হচ্ছে। এতেই আহতের ঘটনা ঘটছে।

আজ বৃহস্পতিবার উত্তরায় সংঘর্ষে ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তিনটি হাসপাতাল সূত্রে। এর মধ্যে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চারজন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগে একজন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন মারা যান। তিন হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরায় আজ সকালে আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। সেই সংঘর্ষ এখনো চলছে।

দুপুরের দিকে উত্তরা পূর্ব থানার সামনের কিছু স্থাপনা ও বিজিবির একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এখন আবার থানাটি ঘেরাও করা হয়েছে।