বন্যাদুর্গত জেলাগুলোতে জাকের পার্টির ত্রাণসহায়তা
দেশের বিভিন্ন এলাকার বন্যাদুর্গত জেলাগুলোতে ত্রাণসহায়তা দিচ্ছে জাকের পার্টি। গত শনিবার থেকে কুমিল্লা, ফেনী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর ও হবিগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলো। সেই সঙ্গে শুকনা খাবার, স্যালাইন ও কাপড়-চোপড়ও বিতরণ করা হচ্ছে।
আজ বুধবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ত্রাণ বিতরণ কার্যক্রমের বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়, বন্যার্তদের ত্রাণসহায়তা দেওয়ার জন্য জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একটি ত্রাণভান্ডার চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলটির মহাসচিব শামীম হায়দার তিন দিন ধরে কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, বুড়িচং ও ফেনীর বিভিন্ন এলাকায় ত্রাণসহায়তা দিচ্ছেন।
ত্রাণসহায়তা কার্যক্রমে গিয়ে শামীম হায়দার বন্যাদুর্গত মানুষের উদ্দেশে বলেন, ‘আমরা ত্রাণসহায়তা নয়, ভালোবাসার সহায়তা নিয়ে এসেছি। আপনাদের মনোবল যাতে দৃঢ় থাকে, সে জন্য পাশে দাঁড়িয়েছি। ঐক্যবদ্ধভাবেই আমাদের এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’