ঢাবি ও সাত কলেজের সংঘর্ষে আহত রাকিবের ৫ দফা দাবি

পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে সড়কে আগুন জ্বালান সাত কলেজের শিক্ষার্থীরা। গত রোববার রাতেছবি: আবিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদকে বহিষ্কার এবং হামলার ঘটনায় জড়িত আইনের আওতায় আনাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত শিক্ষার্থী মো. রাকিব।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংবাদ সম্মেলন করে রাকিব এসব দাবি জানান। সংঘর্ষের সময় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তাঁদের স্থায়ীভাবে প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন তিনি।

সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি নিয়ে গত রোববার আলোচনা করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন বলে তাঁরা অভিযোগ করেন।

এরপর সহ-উপাচার্যের ক্ষমা চাওয়া এবং পাঁচ দফা দাবিতে সাত কলেজের কয়েক শ শিক্ষার্থী সন্ধ্যার পর থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। পরে তাঁরা রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে মিছিল নিয়ে আসেন। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে তাঁরা অবস্থান নেন।

একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েক শ শিক্ষার্থী বেরিয়ে এসে তাঁদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা। পরে তাঁরা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। কয়েক ঘণ্টা পাল্টাপাল্টি এই ধাওয়ায় বেশ কয়েকজন আহত হন।

রোববার সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব বলেন, যেহেতু সহ-উপাচার্য মামুন আহমেদের অসদাচরণের কারণে এই মব সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা আহত হয়েছেন; তাই তাঁকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।

পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে দাবি করে রাকিব বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

রাকিব আরও বলেন, যেসব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম চলছে, তাঁদের শিক্ষা কার্যক্রমে কোনো প্রকার সমস্যা যেন না হয়, সেদিকে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) ও সরকারকে দৃষ্টি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে সাত কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও রূপরেখা সরকারকে ঘোষণা করতে হবে।

আরও পড়ুন