মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দুটি কমিটির অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত বছরের ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেদিন সংগঠনের সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ ও সাধারণ সম্পাদক পদে শবনম জাহানকে নির্বাচিত করা হয়।
অন্যদিকে যুব মহিলা লীগের সম্মেলন হয় গত বছরের ১৫ ডিসেম্বর। সংগঠনের সভাপতি করা হয় আলেয়া সারোয়ারকে, সাধারণ সম্পাদক পদে আসেন শারমিন সুলতানা।
মহিলা আওয়ামী লীগের সহসভাপতির পদ ২৪টি। এর মধ্যে প্রথম পাঁচজন হলেন শিরিন নাইম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ও আনোয়ারা শাহাজাহান।
যুগ্ম সাধারণ সম্পাদক আটজন হলেন শিরীন রোকসানা, মিনা মালেক, সুলতানা রাজিয়া, আনারকলি, রোজিনা নাসরিন, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার, নারগিস রহমান। আটজন সাংগঠনিক সম্পাদক হলেন ঝর্ণা বাড়ৈ, সোহাইলা আফসানা, আদিবা আঞ্জুম, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিলি বেগম (জাপানি), সামসুন্নাহার ও দিপীকা সমাদ্দার।
যুব মহিলা লীগের সহসভাপতি মধ্যে প্রথম পাঁচজন হলেন জেসমিন শামীমা, শারমিন জাহান, শামীমা চৌধুরী, খোদেজা নাছরীন ও আশরাফুন্নেছা। আটজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জেসমিন আক্তার, বিউটি কানিজ, রাবেয়া শহীদ, কামরুন্নাহার, তানিয়া সুলতানা, তানিয়া হক, নিলুফার ইয়াসমিন ও উছমিন আরা।
আট সাংগঠনিক সম্পাদক হলেন নিলুফার ইয়াসমিন (নিলু), জাকিয়া জামান, ইসরাত জাহান, মাসুমা আক্তার, ফারহানা আক্তার, ইশাত কাশফিয়া, জান্নাতারা জান্নাত ও নিলুফার ইয়াসমিন।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দল বিএনপির আন্দোলন মাথায় রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড ও থানা পর্যায়ের কমিটি গঠন বাকি আছে। সেগুলোও শিগগিরই দেওয়া হবে।