মিটফোর্ড হাসপাতালের এই ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে
প্রথম আলো

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা) তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪। এঁদের ২০ জনই ঢাকার বাসিন্দা। ওই ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে আরও ১৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৫৩ জন। বর্তমানে দেশে মোট ৬০৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে আছেন ৪৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ৩ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৪১২ জন।

চলতি বছর ডেঙ্গু ‘শক সিনড্রোমে’ বেশি মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শনিবার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অনলাইনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। ডেঙ্গু ‘শক সিনড্রোম’ অর্থ হচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ব্যক্তির রক্তচাপ অতিদ্রুত কমে যায়, রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রোগীর পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে পড়ে, রোগী অজ্ঞান হয়ে যান। এই বছর রোগীদের মধ্যে শক সিনড্রোম বেশি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর—২৮১ জন। এ ছাড়া ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০২০ সালে ৭ জন, ২০২১ সালে ১০৫ জন মারা যান।