নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৩ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) স্প্রিং–২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এনএসইউ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য শীমা আহমাদ, শাহরিয়ার কামাল এবং ইয়াসমিন কামাল।

স্প্রিং সেমিস্টারে প্রায় দুই হাজার শিক্ষার্থী চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। নবীনবরণ অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের জন্য ৪৮ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসইউর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজিয়া মঞ্জুর এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও জনসংযোগ অফিসের উপ–পরিচালক আসিফ বিন আলী। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয় নবীনবরণ।    
নবীনবরণের পর নিজ নিজ বিভাগে বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস কে তৌফিক এম হক মিডিয়া ও সাংবাদিকতা প্রোগ্রামের ২৩ শিক্ষার্থীকে স্বাগত জানান।