‘ভাইরাল’ বাবার ভালোবাসায় কাঁদছে–হাসছে অনেকে

বাবা–মেয়ের ভাইরাল হওয়া দৃশ্য

নওগাঁ শহরে জুয়েলারি ব্যবসায়ী নূর মোহাম্মদের বাসা। সেখানেই কয়েক দিন ধরে চলছে হইচই। কেউ আসছেন হাতে ফুল নিয়ে, কেউবা ফল। আসছেন সাংবাদিকেরাও। কারণ একটাই—ছোট্ট একটি ভিডিও। বাবা ও মেয়ের আবেগঘন সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া প্রসঙ্গে নূর মোহাম্মদ বলেন, ‘মানুষের মনে বাপ–মেয়ে এভাবে জায়গা করে নেব, তা ভাবতে পারিনি।’