চট্টগ্রামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রতীকী ছবি

চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের এক শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজের একটি শ্রেণিকক্ষে পাঠদানের সময় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রাকিব হায়দার। তিনি ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা।

বিষয়টি নিয়ে ওই শিক্ষিকা বলেন, দুপুরে শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন তিনি। এ সময় ছাত্রলীগের একদল নেতা অনুমতি না নিয়েই নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়েন। অনুমতি না নেওয়ার বিষয়ে রাকিব হায়দারের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের ওই নেতা তাঁকে লাঞ্ছিত করেন।

এদিকে এ ঘটনার পর কলেজ ছাত্রলীগের একটি পক্ষ ক্যাম্পাসে মিছিল করে কয়েকটি ককটেল ফাটিয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ওই শিক্ষিকা কলেজের অধ্যক্ষের কক্ষে অবস্থান নেন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়। পরে অধ্যক্ষের কার্যালয়ে রাকিব হায়দারকে ডেকে এনে ওই শিক্ষিকার কাছে ক্ষমা চাওয়ানো হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. সরোয়ার আলম বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ওই ছাত্র ছিল সাবেক। বর্তমানে যারা দায়িত্বপ্রাপ্ত তারা ওই ছেলেকে আমার কাছে নিয়ে আসে। পরে সে ম্যাডামের কাছে ক্ষমা চায়।’

জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা বলেন, ‘নবীনদের বরণ করা নিয়ে এক শিক্ষিকার সঙ্গে একটু কথা–কাটাকাটি হয়েছিল। পরে তা মিটমাট হয়ে গেছে।’ তবে অভিযোগ প্রসঙ্গে কথা বলতে রাকিব হায়দারকে বারবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।