শাহিনকে খুঁজছে পরিবার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুড়া ঘাটপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহিন রেজা (৩৯) ২৪ জুলাই থেকে নিখোঁজ। এ বিষয়ে ২৭ জুলাই দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহিনের স্ত্রী ফিরোজা খাতুন। জিডি নম্বর ১৪৪০।
জিডিতে ফিরোজা বলেন, তাঁর স্বামী ইঞ্জিনচালিত তিন চাকার যান আলগামনের চালক। ঘটনার দিন বেলা দুইটার দিকে তিনি গাড়ির চাকা কেনার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
বাড়ি থেকে বের হওয়ার সময় শাহিনের পরনে ছিল সাদা-কমলা রঙের চেক চেক গেঞ্জি ও কালো প্যান্ট। শাহিনের গায়ের রং ফরসা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কেউ শাহিনের খোঁজ পেয়ে থাকলে কাছের থানায় জানানোর জন্য অনুরোধ করা হলো।