স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে ‘রিসার্চ কোশ্চেনেয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় এসইউবির মূল ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য বিভাগের এমপিএইচ প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ও সমন্বয়ক নুহাদ রাইসা সেঁওতি সূচনা বক্তব্যের মাধ্যমে কর্মশালার সূচনা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালার নেতৃত্ব দেন কপিল আহমেদ। তিনি প্রশ্নের বিকাশ সম্পর্কে তাঁর অর্জিত জ্ঞান বিনিময় করেন। পাশাপাশি প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে ব্যাখ্যা করে কার্যকর প্রশ্নাবলির মূল উপাদানগুলো নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় এমপিএইচ বিভাগের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, স্বাস্থ্য গবেষণায় আগ্রহীসহ ২২ জন অংশগ্রহণকারী একত্রিত হয়েছিলেন। এতে অংশ নেয় এসটিএএমসি গাজীপুর, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং এবং বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি অংশ নেয়।